Logo
Logo
×

রাজনীতি

সর্বদলীয় বৈঠক নিয়ে বিভ্রান্তি কাটিয়ে বিএনপির যোগদানের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

সর্বদলীয় বৈঠক নিয়ে বিভ্রান্তি কাটিয়ে বিএনপির যোগদানের ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

“জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র” চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে বিএনপি যোগ দেবে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন।  

এর আগে বৃহস্পতিবার সকালেই কয়েকটি বেসরকারি টেলিভিশন স্ক্রলে বিএনপি বৈঠকে যাবে না— এমন তথ্য প্রচারিত হয়। তবে এ খবরকে “ভুল সংবাদ” বলে অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেল চারটায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবেন।

সকাল থেকেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠক চলছিল, যেখানে দলটির পরবর্তী অবস্থান নির্ধারণে আলোচনা হয় বলে জানা গেছে। টুকু বলেন, এই অভ্যন্তরীণ আলোচনার পরই সর্বদলীয় বৈঠকে বিএনপির পক্ষ থেকে যোগদানের বিষয়টি চূড়ান্ত করা হয়। 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান, আজকের সর্বদলীয় বৈঠকে “জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র” চূড়ান্ত করা হবে। মূলত এই বৈঠকে আলোচ্য বিষয় ঠিক করা হবে—ঘোষণাপত্রের বিষয়বস্তু, কবে নাগাদ এটি জারি করা হবে, এবং সরকার কীভাবে এ ঘোষণাপত্র বাস্তবায়নে ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই সর্বদলীয় বৈঠক। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান রাজনৈতিক দলগুলো ও অন্যান্য অংশীজনের উপস্থিত থাকার কথা রয়েছে।  

গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশের মাধ্যমে “‘বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে’” বলে ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজকের বৈঠকে মূলত সেই ঘোষণাপত্রের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন