Logo
Logo
×

রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় বিএনপি মিডিয়া সেলের স্বস্তি প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় বিএনপি মিডিয়া সেলের স্বস্তি প্রকাশ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় বিএনপি মিডিয়া সেল স্বস্তি প্রকাশ করেছে। আজ রবিবার এই স্বস্তি প্রকাশ করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিবৃতি পাঠান।

বিবৃতিতে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জনাব তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের উপর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, আজ উচ্চ আদালতের রায়ে তাঁকে বেকসুর খালাস প্রদানের মাধ্যমে আবারো প্রমাণিত হলো বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য এবং এই যুগান্তকারী রায়ের মাধ্যমে  জনগণের শেষ আশ্রয়স্থল হিসাবে বিচার বিভাগ আবারও স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার এক অসাধারণ উদাহরণের জন্ম হোল।

বিবৃতিতে আরও বলা হয়, সকল প্রভাবের ঊর্ধ্বে থেকে বিচার বিভাগ জনগণের ভরসা স্থল হিসাবে প্রতিষ্ঠিত থাকবে, মুক্ত বাংলাদেশে এটাই সর্বজনীন প্রত্যাশা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন