Logo
Logo
×

রাজনীতি

জামায়াত জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

জামায়াত জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এর আগে আজ সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন দলের দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। 

শফিকুর রহমান বলেন, জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য আরও কীভাবে দৃঢ় করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়- এসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে। এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যরে মধ্যে দ্রব্যমূল্যে আনার জন্য কী পদক্ষেপ নেয়া যায়, এসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  রমজান মাস আসছে। এটাকে সামনে রেখে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন। এসমস্ত বিষয়েও আমরা পরামর্শ দিয়েছে। 

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের প্রেক্ষাপট ঠিক ওইরকমটা ছিল না। এজন্য ওই ব্যাপারে আমরা আলোচনা করি নাই। আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, শুধু ইসকন না। আমরা বলেছি, জাতীয় স্বার্থে বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। 

অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, বৈঠকে জাতীয় ঐক্যের কথাটা এসেছে। উদ্বেগ নিয়ে আলোচনা করতেই তো আমরা বসেছি। আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায়। তাদের চিহ্নিত করতে এবং ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবিলা করতে হবে। আর জাতীয় ঐক্যের ব্যাপারে একেবারে একমত, এখানে কোন দ্বিমত নাই। জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। 

নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে এক প্রশ্নে শফিকুর রহমান বলেন, ন্যূনতম সংস্কার যেগুলো দরকার। আমাদের সংস্কারের ৪১ দফা দাবি আছে। এই সরকারের জন্য আমরা ৪১ দফা দেইনি। আমরা মাত্র ১০ দফা দিয়েছি। আমরা চাই যে, এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। এই সংস্কারগুলো করে যতদ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেয়া উচিত। 

জামায়াত আমির বলেন, আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ ও পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন