Logo
Logo
×

রাজনীতি

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না: রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াইগ্রামের নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তার ওপর নির্যাতনকারীরা বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদেরও বলা হয়েছে। 

আজ রবিবার বড়াইগ্রামের বনপাড়ায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি, যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে। অথচ তারা রাজনীতি করেন না। তার (উজ্জ্বল) ওপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকেই গ্রেফতার করা হয়েছে- এর বিরুদ্ধে আমি। তবে তার নামে আগে মামলা থাকলে ভিন্ন কথা। 

রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান, সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন