Logo
Logo
×

রাজনীতি

মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যের মূল্য: গয়েশ্বর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যের মূল্য: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ সংস্কার বোঝে না। মানুষ বোঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। মানুষ মাদক-সন্ত্রাসমুক্ত দেশ চায়। সংস্কারের মাঝে মানুষের অভাব মেটে না। আজ শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। দীর্ঘ ১৬ বছরের দু:শাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি। ছাত্র-জনতা বিপ্লবের শুধু সরকার পরিবর্তন ছাড়া ‘অন্য কিছুই’ বদলায়নি।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়সহ বিভিন্ন অঞ্চলের মানুষ খেলা দেখতে এসেছেন। তারা যেমন খেলা শুরু জন্য উন্মুখ হয়ে আছেন, কথা শুনতে নয়। তেমনি সমগ্র দেশের মানুষ তাদের ভোটটা দিয়ে প্রমাণ করতে চান যে আমরা মুক্ত হয়েছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন