সাবেক এমপি সোহেলকে মারধর করে পুলিশে দিল জনতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল
হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ রবিবার দুপুরে পৌরসভার পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে মোহাম্মদ সোহেলের (৫৮) গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে সোহেল পিস্তল উঁচিয়ে ‘ফাঁকা গুলি’ ছোড়েন। ‘গুলির আওয়াজে’ ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়। স্থানীয়রা তাদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সোহেলকে মারধর করে পুলিশে দেয়।
তবে ফাঁকা গুলি ছোড়ার কথা অস্বীকার করেন রানা মোহাম্মদ সোহেল।
আহত মোটরসাইকেল আরোহী জিএম শাহিন (৪৫) সাটিয়াজুরী ইউনিয়নের উষাইনগর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, পিস্তলসহ সাবেক এমপি সোহেলকে থানায় নিয়ে আসা হয়। আমরা তাঁর অস্ত্র ও ২২ রাউন্ড গুলি জব্দ করেছি। তিনি এক রাউন্ড গুলি খরচের বিষয়টি স্বীকার করেছেন।
সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান বলেন, সেনাবাহিনী তাঁকে হেফাজতে নিয়েছে। তবে কেন তিনি গুলি ছোড়েন, তা তদন্ত করলে জানা যাবে।
শাহজীবাজার সেনাক্যাম্পের ক্যাপ্টেন সামিউন বলেন, ‘ঘটনাটি ভুল বোঝাবুঝি। তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা যাচাই-বাছাই চলছে। পরবর্তী সময়ে বিষয়টি জানানো হবে।’