'পুলিশ সংস্কার' প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
পুলিশ সংস্কার প্রস্তাবনা দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছেন বিএনপি গঠিত পুলিশ সংস্কার বিষয়ক কমিটি। নির্ধারিত সময়ের ২ দিন আগেই অর্থাৎ ১৪ নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দেন। আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, কমিটি প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেয়ার কথা থাকলেও দুই দিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের অফিসে জমা দিয়েছেন।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের এ কমিটি গঠন করেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান, সাবেক ডিআইজি ও কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান।