Logo
Logo
×

রাজনীতি

শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। 

চিঠিতে আরও বলা হয়, তবে উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য কঠোরভাবে সতর্ক করা হলো। এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন