Logo
Logo
×

রাজনীতি

বিদেশে থেকে আ.লীগকে পুনর্গঠন করতে পারবেন না শেখ হাসিনা: ফারুক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

বিদেশে থেকে আ.লীগকে পুনর্গঠন করতে পারবেন না শেখ হাসিনা: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজ নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। কিন্তু দুঃখজনক, বিদেশে বসে ভাঁওতাবাজি করে জনগণকে একত্র করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।
আজ রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি এ সভার আয়োজন করে।
জনসভায় ফারুক বলেন, শেখ হাসিনার দোসররা ব্যাপক লুটপাটের মাধ্যমে বাংলাদেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। যারা প্রতারণামূলক ব্যবসা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং সেই অর্থ বিদেশে পাঠিয়েছে, আজ দেশ ছেড়ে পালিয়েছে।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন