Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ প্রতিটি নির্বাচনের ফল কেড়ে নিয়েছিল: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

আ.লীগ প্রতিটি নির্বাচনের ফল কেড়ে নিয়েছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের ফল কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার দুপুরে ডা. শাহাদাত হোসেনকে নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণের পর এ মন্তব্য করেন তিনি। এর আগে সচিবালয়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচন তারা তাদের মতো করে সাজিয়েছিল। নির্বাচনের ফলাফল কেড়ে নিয়েছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের শপথের মধ্য দিয়ে তা প্রমাণিত।

মির্জা ফখরুল আরও বলেন, চসিক নির্বাচনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন জিতেছিলেন। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বলপ্রয়োগ করে জনগণের ফল কেড়ে নিয়েছিল। আজ আমি ধন্যবাদ জানাই, নির্বাচন কমিশন ট্রাইব্যুনালকে। তারা সেই ফলকে স্বীকৃতি দিয়ে আগের নির্বাচনকে বাতিল করে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, তারা আদালতের রায়কে মেনে নিয়ে তাকে (শাহাদাত হোসেন) চট্টগ্রামের মেয়র হিসেবে শপথগ্রহণ করিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। জনগণের দুর্বার প্রতিরোধ যেন ফ্যাসিবাদকে নির্মূল করে এবং আগামী দিনের নির্বাচনগুলো যেন অবাধ সুষ্ঠুভাবে হয় আমরা সেই প্রত্যাশা করছি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন