ঢামেকে চিকিৎসা নিয়েছেন সাবেক রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন
সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসা শেষে পুলিশ পাহারায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কার্ডিওলজি বিভাগের (সিসিইউ)-তে পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চিকিৎসা শেষে তাকে পুলিশ সদস্যরা নিয়ে যান।