Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ রবিবার বিকেলে এ সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সাক্ষাৎকালে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সহ-কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। অপরদিকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার প্রভন বাধে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন