আ.লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারব না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত প্রকার অত্যাচার, নির্যাতন আছে সবই করেছে আওয়ামী লীগ সরকার। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ৪ ও ৫ আগস্ট হাসিনা সরকার ২ হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে মুক্ত, স্বাধীন এই দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন আমরা রাখতে পারব। আওয়ামী লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারব না। তাই সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা বাড়াতে হবে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে আজ বুধবার দুপুরে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় তিনি এসব কথা বলেন। হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না। সংখ্যালঘুরা আমাদের আমানত, তাদের রক্ষা করতে হবে। বাবার পথ চেয়ে সন্তান অপেক্ষা করছে, বাবা ফিরে আসবে কিন্তু ফিরে আসে না। গুম, খুন, আয়নাঘর বানিয়ে বিএনপির ওপর নির্যাতন চালিয়ে শেখ হাসিনা সরকার। গোলাম আযমের ছেলে সেনা কর্মকর্তা হয়েও ছাড় পাননি।