শনিবারের (৩ আগস্ট) পূর্ব নির্ধারিত শোক মিছিল হঠাৎ স্থগিত করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
একাধিক নেতা জানান, শুক্রবার সন্ধ্যার পরে গণভবনে দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে কর্মসূচি স্থগিত করার কথা জানাযন দলটির নেতারা।
শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত চলা এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থি ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অংশ নেন।
পরে রাতে হঠাৎ করেই বিবৃতি পাঠান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে জামাত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।