গণভবনে ১৪ দলের জরুরি বৈঠক ডেকেছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৪ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার (২৯ জুলাই) বিকেল ৫টায় গণভবনে এ বৈঠক হবে। জোটের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ জরুরি বৈঠক তা কেউ জানাতে পারেননি।
জানা গেছে, আজ সকাল ১১টার দিকে ১৪ দলের নেতাদের কাছে আওয়ামী লীগ সভাপতির জরুরি বৈঠকের কথা জানানো হয়।
গত দশ বছরে জোটটির খুব একটা বৈঠক না হলেও ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর ঘন ঘন বৈঠক হচ্ছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।