Logo
Logo
×

রাজনীতি

জরুরি সভা শেষে জাপা মহাসচিব বললেন, মন্ত্রীদের পদত্যাগ করা উচিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:৫৬ পিএম

জরুরি সভা শেষে জাপা মহাসচিব বললেন, মন্ত্রীদের পদত্যাগ করা উচিত

সংবাদ সম্মেলনে মজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

ব্যর্থতার দায় নিয়ে সরকারের মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মজিবুল হক চুন্নু।

চুন্নু বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। এগুলো রক্ষা করতে না পারা সরকারের দুর্বলতা। এই ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। আজ রবিবার (২৮ জুলাই) জাপার বনানীর কার্যালয়ে জরুরি যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মজিবুল হক চুন্নু বলেন, সরকারের ভুল পদক্ষেপের কারণেই দেশ আজ অস্থিতিশীল। সাম্প্রতিক সহিংসতার দেশজুড়ে গণগ্রেপ্তার চলছে। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও বাদ যাচ্ছে না।

তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আপিল বিভাগের রায় সংসদে আইন হিসেবে পাস করা জরুরি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন