উত্তরায় আওয়ামী লীগের মিছিলের দাবিতে শিবিরের বিক্ষোভের ভিডিও প্রচার

রিউমর স্ক্যানার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম
সম্প্রতি, উত্তরায় রাস্তায় নেমেছে আওয়ামীলীগ – এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২৫ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৬০০ বারেরও বেশি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগের কর্মসূচিও নয়। প্রকৃতপক্ষে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ২০২৪ সালের ২৭ নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখার বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনসন্ধানে চ্যানেল ২৪ -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৮ নভেম্বর ‘চট্টগ্রামে স্মরণকালের বড় বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর প্রথম ২০ সেকেন্ডে অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।
চ্যানেল ২৪ -এর ইউটিউব চ্যানেলে এই বিষয়ে প্রচারিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ২০২৪ সালের ২৭ নভেম্বর চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছিল ইসলামী ছাত্রশিবির।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একই ভিডিওটি ‘Noman Mahdi’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রচার হতে দেখা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মিছিলে থাকা ব্যানারে লেখা দেখতে পাওয়া যায়। ব্যানারে লেখা রয়েছে, ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রচারিত একটি পোস্ট থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর “জুলাই গণহত্যার বিচারের দাবিতে” জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে সকল বিভাগীয় শহরে “বিক্ষোভ মিছিল ও সমাবেশ” কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২৬ নভেম্বর এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেই সময় চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে উপস্থিত সকল সংগঠন ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের বিষয়ে সম্মত হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন।
সুতরাং, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ২০২৪ সালের ২৭ নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ভিডিওকে সম্প্রতি উত্তরায় আওয়ামী লীগ রাস্তায় নেমেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।