Logo
Logo
×

অন্যান্য সংবাদ

২০২২ সালের মিছিলের ভিডিও প্রচার করে আওয়ামী লীগের দাবি 'খেলা তো শুরু'

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

২০২২ সালের মিছিলের ভিডিও প্রচার করে আওয়ামী লীগের দাবি 'খেলা তো শুরু'

সম্প্রতি ‘কি মামা খেলা তো শুরু হয়ে গেছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল কর্মীরা মাঠে নেমে গেছেন এখন আওয়ামী লীগ আমরা ক্ষমতায় আসতে চলেছে’ ক্যাপশনে ক্ষমতাচ্যুত ও দলীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের নয় বরং, ২০২২ সালে দলটির একটি বিক্ষোভ মিছিলের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৭ আগস্ট ‘প্রায় আড়াই বছর পর রাজপথে আওয়ামী লীগ!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০১ থেকে ০০:৩২ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেদিন ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে সমবেত হয়। 

পরবর্তীতে, অনলাইন গণমাধ্যম Bangla News 24 এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৭ আগস্ট ‘দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে দলটির ২০২২ সালের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন