Logo
Logo
×

অন্যান্য সংবাদ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় রাশিয়া ও চীন উদ্বেগ প্রকাশ করেনি

ট্রাম্পের আল্টিমেটামের দাবিটিও ভুয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৪:১৪ পিএম

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় রাশিয়া ও চীন উদ্বেগ প্রকাশ করেনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসি বাংলার লোগো সম্বলিত ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া এবং চিন”।

অপরদিকে সম্প্রতি, ‘আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া এবং চীন শীর্ষক দাবিতে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ঘটনায় উল্লিখিত দেশগুলোর মধ্যে কেবল ভারত উদ্বেগ প্রকাশ করেছে, রাশিয়া এবং চীন এখন পর্যন্ত কোনো প্রকাশ্য/আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেনি।

  

অপরদিকে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো আল্টিমেটাম দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘amardeesh247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। অপরদিকে আমার দেশের আসল ডোমেইন নাম ভিন্ন। উক্ত ‘amardeesh247’ নামের এই ব্লগস্পটের সাইটে ‘“২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা” — আওয়ামী লীগের পক্ষে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ গত ১২ মে, ২০২৫ প্রকাশ করা হয়েছে। 

এছাড়া, উক্ত দাবির পোস্টে আরও একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে খুঁজে পাওয়া যায়, যেটি ‘somoytvv247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। অপরদিকে সময় টিভির আসল ডোমেইন নাম ভিন্ন।উক্ত ‘somoytvv247’ নামের এই ব্লগস্পটের সাইটেও একই সময়ে, একই ক্যাপশনে সংবাদ প্রচার করা হয় এবং উক্ত সংবাদের তথ্যও একই রয়েছে। 

কথিত এই সংবাদে দাবি করা হয়, বাংলাদেশে সদ্য সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভয়াবহ মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (দ্বিতীয় মেয়াদে) আজ ভোরে এক টেলিভিশন বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। ওয়াশিংটন সময় রাত ১০টায় এক জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। আওয়ামী লীগ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক শক্তিগুলোর একটি। আমরা এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখি। যদি ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, যুক্তরাষ্ট্র এর কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছে। নিউইয়র্কে জরুরি বৈঠকে মার্কিন প্রতিনিধির বরাতে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় “গণতান্ত্রিক অস্থিতিশীলতার” জন্ম দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপরই ঢাকার মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বসেছে জরুরি বৈঠক। সেনা প্রশাসনের মুখপাত্র কোনো প্রতিক্রিয়া না দিলেও, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছু হটার প্রশ্নই আসে না।

তবে, আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্প ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়ার মতো কোনো ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে। 

সুতরাং, আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্প ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন