২০২৩ সালের মিছিলকে চলতি বছরের সমন্বয়ক বিরোধী মিছিল বলে প্রচার

রিউমর স্ক্যানার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
সম্প্রতি “ডাকাত চোর সমন্বয়কদের প্রতিহত করতে শান্তি মিছিলে গাজীপুর বাসী ঐক্যবন্ধ হয়ে ছুটছে গাজীপুরে কোনো সন্ত্রাসীদের ও জঙ্গিদের জায়গা হবে না। এখন চুপ থাকার সময় নয় গাজীপুরবাসী বেরিয়ে আসুন জনগণকে সাথে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চোর জঙ্গি সন্ত্রাসদের বিরুদ্ধে ডাইরেক্ট একশনে চলে আসুন” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজীপুরে আওয়ামী লীগের সমন্বয়ক বিরোধী কোনো কর্মসূচির নয় বরং, এটি ২০২৩ সালে গাজীপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে বিএনপি-জামায়াত বিরোধী মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওর মিছিলের থাকা ব্যানারের লেখার সূত্র ধরে অনুসন্ধানে ‘Mohammad Shariful Islam Ovisheikh’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৪ জুলাই ‘আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয় ভাইয়ের নেতৃত্বে অবস্থান কর্মসূচি এবং শান্তি মিছিল।’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ধারণের স্থান, ব্যানার ও সম্মুখভাগের ব্যক্তিবর্গের হুবহু মিল রয়েছে। মিছিলে থাকা ব্যানারে উক্ত কর্মসূচিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি মিছিল বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি চলতি বছরের কোনো সমন্বয়ক বিরোধী মিছিলের নয়।
সুতরাং, ২০২৩ সালের গাজীপুরে বিএনপি-জামায়াত বিরোধী মিছিলের দৃশ্যকে চলতি বছরের সমন্বয়ক বিরোধী মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।