আল আকসা প্রাঙ্গণে জিলাপির প্যাকেট হাতে তিন সুন্নি মৌলভির ভাইরাল ছবিটি ভুয়া

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম
-6810d320c0b7c.jpg)
বিংশ শতাব্দীতে শুরু হওয়া ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের তিনজন সুন্নি মৌলভি ইসরায়েলে গিয়ে ছবি প্রকাশ করলে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা দেখা দেয়।
এরই প্রেক্ষিতে, আল আকসা প্রাঙ্গণে অবস্থিত কুব্বাত আস-সাখরা (ডোম অব দ্য রক)-এর সামনে ওই তিন সুন্নি মৌলভিকে জিলাপির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল আকসা প্রাঙ্গণে তিন সুন্নি মৌলভির জিলাপির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকার আলোচিত ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি বিশ্লেষণ করে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বেশ কিছু লক্ষণ শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম। যেমন: এক মৌলভির পাঞ্জাবির দুই হাতার রঙ ভিন্ন। ডোম অব দ্য রকের সামনে জিলাপির দোকান দেখানো হলেও বাস্তবে সেখানে এমন কোনো স্থাপনা নেই। পলিথিনের জিলাপিগুলোর আকৃতি ও রঙ প্রায় অভিন্ন, যা স্বাভাবিকভাবে ভিন্ন হওয়া উচিত। তিন ব্যক্তির চেহারার টেক্সচার কৃত্রিম, অনেকটাই কার্টুন বা অ্যানিমেশনের মতো।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে, আলোচিত তিন মৌলভির মধ্যে মুফতি আলাউদ্দিনের ফেসবুক প্রোফাইলে অনুরূপ একটি ছবি পাওয়া যায়। ওই ছবিতেও তিনজনকে ডোম অফ দ্য রকের সামনে হাত উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবি এবং জিলাপি হাতে থাকা ছবির তুলনামূলক বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায় যে, এই মূল ছবি ব্যবহার করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে জিলাপি হাতে থাকা আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ছবিকে আল আকসা প্রাঙ্গণে তিন সুন্নি মৌলভির জিলাপির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকার বাস্তব দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার