Logo
Logo
×

অন্যান্য সংবাদ

সচিবালয়ে আবার আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

সচিবালয়ে আবার আগুন

সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার আরেকটি তলায় আগুন লেগেছে। 

সাত নম্বর ভবনের আট তলায় আবার আগুন দেখা গেছে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, সে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নম্বর ভবনের সামনে সেনাবাহিনী বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ সময় সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে অফিস সময় শুরু হলেও আগুনের ঘটনায় অনেকে আগে থেকে আসতে শুরু করেন। তবে ঢুকতে পারছেন না।

এর আগে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ে রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন