
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্যে লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলি পূরণ করতে হয়।
আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিন বছর, ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লাখ টাকা (পিস্তল/রিভলভার/রাইফেলের ক্ষেত্রে) অথবা, প্রতিবছর এক লাখ টাকা — শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যায়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?
অবশ্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে।
আর যদি বিশেষ কারণে — মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন? কোথা হইতে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।