Logo
Logo
×

অভিমত

গণতন্ত্রের মুক্তি হোক নতুন বছরে

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

গণতন্ত্রের মুক্তি হোক নতুন বছরে

বাংলাদেশ একটি ঐতিহাসিক অর্জনের বছর শেষ করলো। দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও দীর্ঘ স্বৈরশাসনের অবসান হলো ২০২৪ সালে। নতুন স্বপ্ন দিয়ে শুরু হচ্ছে ২০২৫ সাল। বাংলাদেশের মানুষের স্বপ্ন, এই বছরটা হবে গণতন্ত্রের মুক্তির। 

বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের। যে অধিকার দীর্ঘ দেড় যুগ বাংলাদেশের মানুষ ভোগ করতে পারেনি। গণতন্ত্রে ভোটের অধিকার তালাবদ্ধ ঘরের চাবির মতো। যেখানে ভোটের অধিকার নাই, সেখানে গণতন্ত্রের দরজাই খোলে না, বাকি আলাপ তো পরের। 

ফলে, এই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান বা অন্তত সুস্পষ্ট ঘোষণা না আসলে তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ হবে। দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা অনিশ্চিত হয়ে পড়বে। অন্তর্বতীকালীন সরকারের পক্ষে দীর্ঘদিন দেশ শাসন করা কেবল দুঃসাধ্যই নয়, ঝুঁকিপূর্ণও। জনপ্রতিনিধি ছাড়া শাসকরা আপৎকালীন সময় পার করে দেশকে দ্রুত রাজনৈতিক স্থিরতা দেবেন এইটাই আশা। 

তবে, রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কাজের পর্যালোচনা করতে হবে। তাঁদের প্রতি অবিশ্বাস বারংবার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করেছে। এর দায় চুকাতে হয় দেশের মানুষকেই। ফলে, রাজনৈতিক দলগুলোকে আরো বেশী গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত হতে হবে। নিজেদের অতীত ভুলকে স্বীকার করার সাহস ও সামনের দিনে পরিকল্পনা স্বচ্ছতা দেখাতে হবে। 

দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে। অর্থনীতির অবস্থা শোচনীয়। লুটপাট আর দলীয়করণে অবস্থা জেরবার। ফলে, রাজনৈতিক দলগুলোকে বর্তমান সরকারের সাথে সহযোগিতা করতেই হবে। অর্থনীতি ভঙ্গুর থাকলে নির্বাচিত সরকার আরো বিপদে পড়বে। একে সংস্কার ও পুনুরুদ্ধার করতে হবে। 

গত আমলের অন্যতম খেদ ছিলো মূল্যস্ফীতি। উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই বছর সেই সমস্যাকে মোকাবিলা করতে হবে। দেশের বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থানের অভাবে বেকার। কেবল গার্মেন্টস আর রেমিট্যান্সের উপর ভর করে বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যার দেশ চলতে পারে না। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। 

এআইসহ আধুনিক প্রযুক্তির সুবিধা শ্রম বাজারে বড় চ্যালেঞ্জ আনছে। চতুর্থ শিল্প বিপ্লবের বড় প্রভাব পড়বে অদক্ষ কর্মশক্তির উপর। ফলত, বাংলাদেশকে এই নিয়ে প্রস্তুত থাকতে হবে। জলবায়ু নিয়েও আমরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। সমুদ্রস্তরের পানির উচ্চতা যেই হারে বাড়ছে তা থামানো না গেলে আগামী কয়েক দশকে বাংলাদেশ পানির তলায় চলে যাবে। 

আওয়ামী সরকারের নতজানু কূটনীতি আমাদের বিপদে ফেলেছে। রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাঁদের অধিকার ফিরিয়ে দেয়া, মানবিক জীবন দেয়া এবং বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যে চাপ তৈরি হয়েছে তাঁর সমাধান করতে হবে। ভারতের সাথে সম্পর্ক সম্মানিত প্রতিবেশীসুলভ করতে হবে। ট্রাম্পের বিজয়, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা যে নতুন উত্তেজক বিশ্ব তৈরি করবে তার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। এর সুবিধা নিতে হবে, ঝুঁকিগুলো এড়ানোর পথ নিতে হবে। 

২০২৫ বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জের বছর। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন