Logo
Logo
×

অভিমত

প্রতিবিপ্লবী আর অতিবিপ্লবীদের ঠেকাতে হবে

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

প্রতিবিপ্লবী আর অতিবিপ্লবীদের ঠেকাতে হবে

বাংলাদেশের বিরুদ্ধে আবারো দেশ-বিদেশে বড় ষড়যন্ত্র চলছে। এদেশের মানুষ বছরের পর বছর অত্যাচার সহ্য করে, হাজারো প্রাণের বিনিময়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী স্বৈরাচারের পতন ঘটিয়েছে। দেশের মানুষ একজোট হয়ে প্রমাণ করেছে, যত বড় শক্তিই হোক, জনতাকে দমায়ে রাখা যায় না। ঠিক যেমন ১৯৭১ সালে জনগণ জিতেছিল, ৯০ সালে জিতেছিল আবার জিতলো ২০২৪ সালে। 

তবে, গণতন্ত্রের মুক্তি যেন সুদূরপরাহত। অনেক আশা ও স্বপ্ন নিয়ে দেশের মানুষ তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কিন্তু, প্রতিটি বিপ্লবের পরেই দুটি শক্তি বিপ্লবের ক্ষতি করে। একদল হচ্ছে প্রতিবিপ্লবী আরেকদল অতিবিপ্লবী। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আমাদের স্বাধীনতা যুদ্ধসহ সব বিপ্লবের পরেই এমনটা ছিল। 

পতিত আওয়ামী লীগ প্রতিবিপ্লবের শক্তি হিসেবে ভয়ংকর। এই দল গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতি করে বিপুল পরিমাণ অর্থ দেশে বিদেশে জমিয়েছে। প্রশাসনসহ সমস্ত জায়গায় নিজেদের দলীয় লোকজনকে বসিয়েছে, আর বিদেশেও প্রচুর বন্ধু বানিয়েছে যারা জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশকে লোটা তাঁদের জন্য সহজ। 

যদিও আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল এবং জনতাকে নিয়ে আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, কিন্তু একটি দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর তাঁদের নৈতিকতা ও মনুষ্যত্ব বিনষ্ট হয়েছে। এতো বড় গণহত্যার পরেও দলটি বা সমর্থকদের মধ্যে অনুশোচনা দেখা যাচ্ছে না। বরং তাঁরা আরও বাজে ভাবে ফিরে আসবে, ইউনূস সরকারকে সবকিছুর জন্য চরম মূল্য দিতে হবে বলে শাসাচ্ছে। 

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের একদম শুরু থেকেই নানা কায়দায় এরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে দেখা গেছে। সরকারও বিপ্লবী পথে না হেঁটে সংবিধান রক্ষার পথে হাঁটায় প্রশাসনসহ বাকি জায়গাগুলোতে বড় আকারের পরিবর্তন করতে পারেনি। সরকারে ভেতর থেকেই ষড়যন্ত্র চালানো তাই অস্বাভাবিক নয়। 

দুর্ভাগ্যজনকভাবে, এর সঙ্গে যুক্ত হয়েছে অতিবিপ্লবীরা। দেশে ও বিদেশে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, তাঁদের অনেকেই জনতাকে উত্তেজিত করেই চলেছেন। কেউ কেউ পদ না পাওয়ায় বঞ্চিত বোধের জায়গা থেকে করছেন, কেউ কেউ নতুন দল করার স্বপ্ন নিয়ে সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে। আবার কেউ কেউ যে পতিত আওয়ামী অর্থের কাছে মাথা বিকিয়ে দেননি এই অস্থির পরিস্থিতিতে তাও নিশ্চিত না। 

ইউনূস সরকারের কাঁধে বিরাট কঠিন দায়িত্ব এটা যেমন ঠিক, তেমনি তাঁরা বেশ কিছু স্থানে ব্যর্থ হচ্ছেন তাও সত্য। সরকারের ভেতর থেকেই আওয়ামী ষড়যন্ত্র রুখতে না পারা, জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারা, নির্বাচনসহ নানা বিষয়ে নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে না পারা এগুলোর মধ্যে অন্যতম। ফলে তাঁদের যৌক্তিক সমালোচনাও হচ্ছে। 

তবে জুলাই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সরকারকেই এই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন