Logo
Logo
×

সংবাদ

ডাকসুতে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

ডাকসুতে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। তবে, ৪টার পরও যারা লাইনে ছিলেন, তাঁদের ভোট গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। 

এখন ভোট গণনা চলছে। গণনা প্রক্রিয়া কেন্দ্রের বাইরে বড় স্কিনে দেখানো হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছেন, রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে।

কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তাঁরা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলে জানিয়েছেন তাঁরা। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।

কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন