Logo
Logo
×

সংবাদ

ভোট বন্ধ হওয়ার ‘গুজবে’ কান না দেওয়ার আহ্বান ঢাবি প্রশাসনের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

ভোট বন্ধ হওয়ার ‘গুজবে’ কান না দেওয়ার আহ্বান ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবরটি গুজব উল্লেখ করে এতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাবির জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটগ্রহণ চলছে। ভোট দেওয়ার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন