Logo
Logo
×

সংবাদ

আবিদুলের অভিযোগ

সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েম ও  জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, ‘রোকেয়া হল থেকে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে। চিফ রিটানিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে ভোটকেন্দ্রর বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল- সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। সুতরাং বর্তমানে নতুন বাংলাদেশে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত।’

তিনি আরও বলেন, ‘আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করেছি। ম্যাডামদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এটা কীভাবে হয়েছে তারা জানেন না। সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনাদের জায়গা থেকে প্রপার ইনভেস্টিগেশন করবেন।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন