Logo
Logo
×

সংবাদ

ডাকসুর ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

ডাকসুর ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে: উমামা ফাতেমা

ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা আজ সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শনে গিয়ে নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে আনন্দিত করেছে। তিনি বলেন, শুরুতে ধারণা করা হয়েছিল অনাবাসিক ছাত্রীদের উপস্থিতি কম হতে পারে, কিন্তু বাস্তবে তাঁরা অনেক উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন।

উমামা ফাতেমা মনে করেন, শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। ভোটের অধিকার নিয়ে শিক্ষার্থীরা সচেতন হয়ে যেভাবে দায়িত্বশীল ভূমিকা রাখছেন, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

তবে তিনি ভোটকেন্দ্রের ভেতরে কিছু অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, লাইন ধীরগতিতে চলছে এবং পোলিং এজেন্টদের নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। কিছু প্রার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন, এমনকি পোস্টার ও লিফলেট বিতরণের ঘটনাও ঘটছে, যা আচরণবিধি লঙ্ঘন।

সকাল ৯টা ৪৫ মিনিটে টিএসসি কেন্দ্রে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে ভূতত্ত্ব বিভাগ এবং ল্যাবরেটরি স্কুল কেন্দ্রও তিনি পরিদর্শন করেন।

উমামা ফাতেমা বলেন, সামগ্রিক পরিবেশ উৎসবমুখর, শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিচ্ছেন। তবে আচরণবিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে তাঁর শঙ্কা রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন