Logo
Logo
×

সংবাদ

এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

এবছর আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এবার শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৩৩ হাজার পূজা মণ্ডপ হবে বলে ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্যে থেকে দিনে ৩ জন, রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে।

নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোনভাবেই করা যাবে না।

যারা দুস্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে, এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন