Logo
Logo
×

সংবাদ

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর

টাঙ্গাইলের সখীপুরে রোববার রাত ১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে।

‘সোনার বাংলা’ নামে পরিচিত এই বাড়িতে হামলায় দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। জানালার কাঁচও ভাঙা হয়েছে, জানিয়েছেন টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ।

বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। রাতের দিকে ১০-১৫ জন লোক বাসার গেট টপকে ভেতরে ঢোকে। তারা ইট-পাটকেল ছোড়ে এবং গাড়িগুলো ভাঙচুর করে।

পরে আশপাশের কিছু মানুষ এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

এর একদিন আগে, শনিবার দুপুরে সখীপুরের খান মার্কেটে দলের এক বর্ধিত সভায় বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে তাকে বাসায় নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষার পর জানান, তিনি সুস্থ আছেন। এরপর থেকে তিনি বাসায় বিশ্রাম করছিলেন।

ওসি তানভির আহমেদ জানান, হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন