Logo
Logo
×

সংবাদ

মতিউরকাণ্ডে এক এসআইসহ ১১ পুলিশ সদস্য বরখাস্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

মতিউরকাণ্ডে এক এসআইসহ ১১ পুলিশ সদস্য বরখাস্ত

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেউ ভুল করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। 

এর আগে আজ শনিবার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সিসিটিভির ভিডিও ফুটেজ পোস্ট করে ফেসবুকে লেখেন, এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে মনে আছে নিশ্চই? 

গত বছরের কোরবানি ঈদের আগে ছেলের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতমাসের ১২ তারিখ (১২ আগষ্ট,২০২৫) এই মতিউরকে কিশোরগঞ্জ কারাগার হতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্যে নেয়া হয়। শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল এন্ড রেস্টুরেন্টে বিকেল ৫.১৮ মিনিট হতে ৬.০৮ মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে। 

নির্ভরযোগ্য সূত্রে এই সংবাদ পাওয়ার পর, উক্ত হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা যায়, বিকেল ৫.১৮ মিনিটে মতিউরকে বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যান এবং প্রিজন ভ্যানের সাথে আসা পুলিশের এসকর্ট গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং হাতকড়া ছাড়াই মতিউরকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। 

হোটেলের ভেতরের সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়, আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন সাদা টি-শার্ট, জিন্স ও কালো রঙের জুতা পরিহিত একজন ব্যক্তি (৫.১৯.১৬ সেকেন্ড টাইম কোড দেখুন), মতিউরকে আনা হচ্ছে দেখেই তিনি হোটেলের একটি ভেতরের কক্ষে ঢুকে পড়েন, এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা মতিউরকেও সেই কক্ষে প্রবেশ করিয়ে বাইরে অবস্থান করেন (৫.১৯.৪২ সেকেন্ড টাইম কোড দেখুন)। 

এরপর ৬.০৬.১৯ সেকেন্ডে, মতিউর সেই সাদা টিশার্ট পরিহিত ব্যক্তির কাঁধে হাত দিয়ে সেই কক্ষ হতে বের হন, এবং বেশ স্বাভাবিকভাবে মতিউর প্রিজনভ‍্যানের দিকে এগিয়ে যান, এবং তাঁর আশেপাশের সকল পুলিশদের বডি ল‍্যাংগুয়েজ স্পষ্ট বলে দিচ্ছে, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছেন। 

ঠিক ৬.০৬.৫৬ সেকেন্ডে সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তি মতিউরকে আলিঙ্গন করে প্রিজন ভ্যানে উঠিয়ে বিদায় জানান, ৬.০৮.৫০ সেকেন্ডে এসকর্ট গাড়ি সহ, প্রিজনভ‍্যানটিকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। 

এ বিষয়ে আমি তিনজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাঁরা নিশ্চিত করেছেন আসামীসহ কোনভাবেই এধরনের অননুমোদিত বিরতির সুযোগ নেই। যদি পথে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্যেও বিরতি নেয়া হয় তাহলে বন্দিকে হাতকড়া সহ, কড়া প্রহরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্যে ৫-১০ মিনিট সর্বোচ্চ বিরতি নেয়া যেতে পারে। 

তবে কোনোভাবেই কারো সাথে একান্তে সাক্ষাৎ করানোর সুযোগ নেই, এবং ৫০ মিনিট এভাবে আসামীকে মিটিংয়ের সুযোগ করে দেয়া একেবারেই অনৈতিক, তাঁরা মন্তব্য করেন এটি সম্পূর্ণভাবেই আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। 

আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন, এবং মতিউর যার সাথে দেখা করেছেন তাঁর পরিচয় খুঁজে বের করবেন এবং কি কারণে তাঁদের এই মিটিংয়ের আয়োজন সেটাও জানার চেষ্টা করবেন।

পরে আরেকটি পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান'কে আদালত হতে কারাগারে ফেরত নেয়ার সময়, তাঁকে অনৈতিক সুবিধা প্রদানের বিষয়টি (আগের পোস্টটি দেখুন) অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বাংলাদেশ পুলিশ — এমনটাই আমাকে পুলিশের সর্বোচ্চ মহল থেকে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগে এই ঘটনার সাথে সম্পৃক্ত, ১জন সাব ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবলকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এত দ্রুততার সাথে এধরণের পদক্ষেপ গ্রহণ পুলিশের জবাবদিহিতা সৃষ্টি এবং বাহিনীতে অনিয়ম মোকাবেলায় কিছুটা হলেও সদিচ্ছার পরিচয় দেয়। 

বাংলাদেশ পুলিশের যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক'কে এই দ্রুত পদক্ষেপের জন্যে ধন্যবাদ, আশা করছি ভবিষ্যতেও সংস্থাটি এভাবেই অনিয়ম দমনে শক্ত ভূমিকা পালন করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন