রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়াও দরবার এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। তারা দরবারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলার একপর্যায়ে বিক্ষুব্ধরা কবর থেকে নুরাল পাগলের মরদেহ উঠিয়ে এনে পুড়িয়ে দেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।