Logo
Logo
×

সংবাদ

ডাকসু নির্বাচন

প্যানেল ভাঙার জন্য মন্ত্রিপাড়া থেকে চাপ দেওয়া হচ্ছে: ভিপি প্রার্থী জামালুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম

প্যানেল ভাঙার জন্য মন্ত্রিপাড়া থেকে চাপ দেওয়া হচ্ছে: ভিপি প্রার্থী জামালুদ্দিন

সংবাদ সম্মেলন চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেছেন, আজকে আমাদের প্যানেল থেকে মাহিন সরকার চলে গেছে। শুধু তা না, আমার প্যানেলের অনেক প্রার্থীকে মন্ত্রিপাড়াসহ বিভিন্ন জায়গা থেকে থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, যেন তারা বসে যায়। 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্যানেল থেকে মাহিন সরকারের সরে যাওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামালুদ্দিন বলেন, ‘আমাদের প্যানেল ভাঙার জন্য বিভিন্ন প্রার্থীকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি আমাদের প্যানেলের প্রার্থীদের পার্সোনাল তথ্য অনলাইনে প্রকাশ করার হুমকি দেওয়া হচ্ছে। এ ষড়যন্ত্র দূর থেকে করা হচ্ছে। প্যানেলে আসার আগেও অনেক প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এতে আমাদের মনোবল ভাঙেনি।’

মাহিন সরকার প্রসঙ্গে জামালুদ্দীন বলেন, ‘প্যানেলে আসার আগেও মাহিন সরকারকে দল থেকে প্রেশার দেওয়া হয় এবং এবং দল থেকেও বহিষ্কার করা হয়। শেষ পর্যন্ত এলাকায় নাকি নেতাকর্মীরা প্রচুর হুমকি দিচ্ছে। আমার বলেছি, আপনি আবারও ভেবে দেখেন। সে হয়তো সেই চাপটুকু নিতে পারেনি। এর আগেও মাহিন ডাকসু নিয়ে আন্দোলন করেছিল, তখনও তাকে হুমকি দেওয়া হয়। আমরা মনে করি সে ভুল করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘মাহিন সরকারকে নিয়ে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করার ফ্রেমিং করা হচ্ছে। জুলাই কেন্দ্রীক চেতনাকে বিক্রি করে সিম্প্যাথির মাধ্যমে ভোটব্যাংক বাড়াতে চায়। তাহলে এখানে প্যানেলে যারা আছে, তারা কি জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা না? আমাদের প্যানেলে জুলাইয়ে আহত অনেকজন আছে, সহ-সমন্বয়করা আছে। জুলাই অভ্যুত্থানের কারও একার শরিকানা নয়। একাত্তরের চেতনাকে আওয়ামী লীগের একক সম্পত্তি বানিয়ে যেভাবে বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করা হিয়েছিল, একই চেষ্টা এখনই করা হচ্ছে।’

জামালুদ্দীন আরও বলেন, ‘শিক্ষার্থীদের কাছে আমাদের সাড়া দেখে তারা এমন ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের মনোবল চাঙ্গা আছে। আমরা মনে করছি এটা আমাদের শক্তি। আমরা মাঠ ছাড়ব না, আমাদের শিডিউল অনুযায়ী কাজ করছি।’

সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ফাতেহা শারমিন এ্যানি বলেন, ‘একক ব্যক্তির কারণে আমরা ভেঙে পড়ব না। লেজুড়বৃত্তির ভয় আমাদের দেখানো হচ্ছে। আমরা দলীয় লেজুড়বৃত্তির বিরুদ্ধে সব সময় লড়েছি। আমার মাঠ থেকে লড়াই করতে করতে এ পর্যন্ত এসেছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন