Logo
Logo
×

সংবাদ

আবারও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

আবারও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে জানিয়ে তিনি বলেন, 'সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়েছিল। তারা ইটপাটকেল নিক্ষেপ এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।'

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, 'সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে একটি ফোন এসেছিল জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লেগেছে। এর কিছুক্ষণ পর আবার কল করে জানানো হয়, তারা আগুন নিভিয়ে ফেলেছেন। সে কারণে আমাদের কোনো ইউনিট পাঠানো হয়নি।'

এর আগে গত শুক্রবার জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে রাশেদ খান বলেন, 'আমরা শাহবাগে সংহতি সমাবেশে ছিলাম। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনাটি আমরা শুনেছি। তাদের তো অনেকের সঙ্গে শত্রুতা। কারা হামলা করেছে সে ব্যাপারে আমরা কিছু জানি না।'

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন