Logo
Logo
×

সংবাদ

চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ধানমন্ডি ছাড়াও ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, গ্রেপ্তাররা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা একটি প্রতারণার মামলার আসামি। মামলার তদন্তকালে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইনে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন বিভাগ তাদের গ্রেপ্তার করে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা ইনভেস্ট (বিনিয়োগ) করলে অল্প সময়ে কয়েক গুণ মুনাফা দেওয়ার আশ্বাস দিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

এই চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হওয়ার পাশাপাশি জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন