সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
গুম, খুন ও দুর্নীতিতে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সরকার ও সেনা নেতৃত্বের দূরত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের প্রধান কারণ হলো, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংঘটিত গুম, খুন ও দুর্নীতির মতো ভয়ংকর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া এ কথা জানান।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া আরও বলেন, চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে, তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য। ফ্যাসিস্ট শাসনের দায় পুরো বাহিনীর নয়; কিছু অফিসার তাদের হীন স্বার্থসিদ্ধির জন্যই এমন অপকর্মে জড়িয়ে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া বলেন, যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটেছে, তাই জনগণের সত্য জানার ও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আস্থা ও সুসম্পর্ক পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনী এসব অপরাধীর দায় নিজের কাঁধে নেবে না।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া আরও বলেন, একটি পেশাদার বাহিনী এ ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার কথা নয়। কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ন করেছে এবং দেশবাসীর আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসেবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া বলেন, তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারে রাজি হয়ে সশস্ত্র বাহিনীকে দায়মুক্ত করতে হবে। জনগণের সাথে বিশ্বাস ও ভরসার সম্পর্ক পুনরুদ্ধারে সমগ্র বাহিনী উদগ্রীব বলে আমি বিশ্বাস করি।