
মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা কিংবা স্বীকৃতিহীন পরিচয়পত্র বহনের মতো নানা অভিবাসন–সংক্রান্ত অভিযোগে বিপুল সংখ্যক বিদেশিকে আটক করেছে কর্তৃপক্ষ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক বসরি ওসমান জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া অন্যান্য দেশের আরও ২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
আটক হওয়া বিদেশিদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রথমে তাঁদের পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য তাঁদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে বলে জানান বসরি। মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা এ খবর জানিয়েছে।