প্রকৌশল ও কারিগরি খাতে সংস্কার ও ন্যায়বিচারের আহ্বান নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
-68b72b0f01c5f.jpg)
প্রকৌশল ও কারিগরি খাতে সংস্কার ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নাগরিক সমাজ সম্প্রতি প্রকৌশলী, প্রকৌশল ডিপ্লোমাধারী ও ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের চলমান সংকট ও আন্দোলন গভীরভাবে লক্ষ্য করছে। দেশের উন্নয়ন ও প্রযুক্তি অগ্রযাত্রায় এদের প্রতিটি শ্রেণির অবদান অমূল্য। তবে নিয়োগ, পদোন্নতি, কোটা ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও দ্বন্দ্ব বিদ্যমান, যা একটি সমন্বিত সংস্কার ছাড়া কাটানো সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৮ লাখ প্রকৌশলী ও ডিপ্লোমাধারী রয়েছেন, যাঁদের ন্যায্য উন্নয়ন ছাড়া শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া ইতিমধ্যেই মেধাভিত্তিক পরীক্ষা ও মাননির্ভর রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সংকট সমাধানের পথে এগিয়েছে। সেখানে প্রকৌশল পেশা আরও প্রতিযোগিতামূলক হয়েছে, আমাদেরও সেই পথে হাঁটা জরুরি।
বিবৃতিতে বলা হয়, আমরা সব পক্ষকে আহ্বান জানাই, দ্বন্দ্ব নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করতে। আদালতের দীর্ঘ প্রক্রিয়ার পরিবর্তে সংলাপ ও নীতি সংস্কারের মাধ্যমে দ্রুত সমাধান আনতে হবে।
বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, প্রকৌশল ও কারিগরি খাতের উন্নয়নই বাংলাদেশের টেকসই উন্নয়নযাত্রার অন্যতম চাবিকাঠি। তাই আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ ও সমাধানমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।-