Logo
Logo
×

সংবাদ

প্রথম বর্ষের শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

প্রথম বর্ষের শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

আজ রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। 

এর আগে গত রবিবার দিনভর রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর, তালা ঝুলানো, বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাবি শাখা ছাত্রদল। গতকাল সোমবারও ছাত্রদল প্রশাসন ভবনের সামনে ৩ ঘণ্টার মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন