Logo
Logo
×

সংবাদ

বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরেছে, পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরেছে, পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা আবার সুপ্রিম কোর্টের হাতে ফিরে গেল। পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় গঠনে আর কোনো বাধা থাকল না।

রায় ঘোষণার পর আইনজীবীরা একে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন