Logo
Logo
×

সংবাদ

নীলফামারীর ইপিজেডে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম

নীলফামারীর ইপিজেডে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় প্রাণ হারান ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিক মো. হাবিব।

শ্রমিকদের ভাষ্য, উত্তরা ইপিজেডের এভার গ্রিন কোম্পানিতে কয়েকদিন ধরে ছাঁটাইয়ের আশঙ্কা ও নানা দাবিতে তারা আন্দোলন করছিলেন। সোমবার রাতেই হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ টানানো হয়। এ খবরে মঙ্গলবার সকালে হাজার হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে একজন শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরও তীব্র হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানিয়েছেন, হাবিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ ঘটনার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন