Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধরের ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, স্থগিত সব পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধরের ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, স্থগিত সব পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর উত্তেজনা। মারধরের শিকার হওয়া ছাত্রীকে ঘিরে যা শুরু হয়েছিল, তা রাত পেরিয়ে রূপ নেয় সহিংসতায়।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের পাশের এক ভাড়াবাসায় ফিরে আসেন সেই ছাত্রী। রাত সাড়ে ১১টার মধ্যে গেট বন্ধ হয়ে যায় নিয়মিতভাবে। ছাত্রীটি তখন বাইরে থেকে অনেকবার ধাক্কা দেন, ভেতরে থাকা রুমমেটরাও দারোয়ানকে অনুরোধ করেন গেট খুলে দিতে। কিন্তু তিনি অনড় থাকেন।

পরে গেট খুললেও, কেন এত ডাকাডাকি করা হলো—এই কথা বলে তিনি ছাত্রীটির সঙ্গে দুর্ব্যবহার করেন, এবং এক পর্যায়ে তাঁর গায়ে হাত তোলেন। অপমান আর মারধরের শিকার হয়ে ছাত্রীটি সহপাঠীদের ফোন করে ঘটনাটি জানান। তাঁরা এসে দারোয়ানের কাছে জবাব চাইলে, সে পালিয়ে যায়।

খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয়দের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, আর এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি। রাতভর চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এই সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৭০ জনের বেশি। তাঁদের মধ্যে ৩০ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরাও।

ঘটনার তীব্রতায় স্থানীয়রা পুলিশ ও প্রক্টরিয়াল টিমের গাড়িও ভাঙচুর করে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী এসে পৌঁছানোর পর, রাত ৩টার দিকে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলা হয়েছে। তাঁদের অনেকে আজ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাই সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ক্যাম্পাস এখন থমথমে। হতভম্ব, আহত ও আতঙ্কিত ছাত্রছাত্রীদের মুখে এখন একটাই প্রশ্ন—নিজেদের নিরাপত্তা কি নিশ্চিত করতে পারবে বিশ্ববিদ্যালয়?


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন