Logo
Logo
×

সংবাদ

এক সপ্তাহের বাংলাদেশ সফরে পিটার হাস

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:২৭ পিএম

এক সপ্তাহের বাংলাদেশ সফরে পিটার হাস

গত ৮ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন পিটার হাস। পুরোনো ছবি।

শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ৫টা ৩২ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে-৫৮৬) ঢাকায় পৌঁছান পিটার হাস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। 

ঢাকায় অবস্থানকালে পিটার হাস রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী ৫ সেপ্টেম্বর তার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ছয় মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। তবে মাঝখানে গত ৫ আগস্ট তিনি বাংলাদেশে এসেছেন গনমাধ্যমে এমন গুজব ছড়ায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা গত ৫ আগস্ট সকালে কক্সবাজারে যান। তাদের কক্সবাজার যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। এমনকি পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করছেন বলেও একাধিক টেলিভিশনের খবরে বলা হয়। 

ওই গুঞ্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পিটার হাসের তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, ছবি যে দুই জন তুলছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত।

শেখ হাসিনা শাসনামলে পিটার হাস খুবই আলোচিত বিদেশি কূটনৈতিক ছিলেন। বিশেষত তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে খুবই সরব ছিলেন।

আওয়ামী লীগের লোকজন তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি নির্বাচনের‌ বেশ আগে থেকেই তিনি একেবারে চুপচাপ হয়ে যান। বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হলে সেই মাসের শেষ দিকে তিনি ‌ঢাকা ছাড়েন। পরে চলতি বছরের এপ্রিল মাসে ইউনুস সরকারের সঙ্গে তিনি দেখা করেন।

এবার তিনি বাংলাদেশে এমন এক সময় আসলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন