Logo
Logo
×

সংবাদ

লাল টিশার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান: রাশেদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম

লাল টিশার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান: রাশেদ

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর লাল টিশার্ট পরিহিত এক ব্যক্তিকে লাঠিপেটা করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তার পরিচয় নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান (বিপি নং-৯৭১৭১৯৭২৪৩) বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেন, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং-৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।’

তবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত লাল রঙের টি-শার্ট পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন  মো. শফিকুল ইসলাম।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, লাল টি-শার্ট পরা লোকটি যে পুলিশের কনস্টেবল এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন