নুরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ, জাপা কার্যালয়ে ভাঙচুর, আগুন

পটুয়াখালী শহরের সদর রোড এলাকায় প্রতিবাদ কর্মসূচি। ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও নেতা-কর্মীদের ওপর লাঠিপেটার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী ও রাজশাহীতে কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণ অধিকার পরিষদের মিছিল শেষে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করেন জেলা সভাপতি নাহিদ, সহসভাপতি নাজমুল, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া প্রমুখ। কুষ্টিয়ায় টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেন জেলা নেতা আবদুল খালেক, তৌকির আহমেদ, রঞ্জু ও অন্যরা।
পটুয়াখালীর গলাচিপা ও চরবিশ্বাসে—নুরের নিজ গ্রামে—রাত ১১টায় মশাল মিছিল হয়। সদর রোডের প্রতিবাদে বক্তব্য দেন শাহ আলম সিকদার, সাদ্দাম মৃধা, এম এ সোহেল মাহামুদ। গলাচিপায় বক্তব্য দেন হাফিজুর রহমান, জাকির মুন্সি ও লিটন মাতব্বর।
রাজশাহীতে সাহেববাজার থেকে মিছিল গিয়ে গণকপাড়ায় জাপার জেলা ও মহানগর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সাইনবোর্ড খুলে এনে রাস্তায় পোড়ানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব ঘটে বলে জানান বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।