প্রেস সচিব বললেন, নুরের ওপর হামলা ন্যাক্কারজনক, আইন উপদেষ্টা জানালেন নিন্দা

আসিফ নজরুল ও শফিকুল আলম। ইনসেটে রক্তাক্ত নুর। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন, এই ঘটনার তদন্ত হবে।
এদিকে, সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে নুরুল হক নুর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন। নুরের অবস্থা বেশ গুরুতর।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে প্রথমে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।