Logo
Logo
×

সংবাদ

নুরের ওপর হামলা, বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৩ পিএম

নুরের ওপর হামলা, বিক্ষোভের ডাক এনসিপির

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীও লাঠিচার্জ করেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৯ আগস্ট) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

বার্তায় বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর, এনসিপি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন