Logo
Logo
×

সংবাদ

শাহবাগের সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০১:১৭ পিএম

শাহবাগের সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার দুপুর ডিআরইউতে। ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি নিয়ে মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, গোলাম মোস্তফা, মঞ্জুরুল ইসলাম পান্না, আবদুল্লাহ আল আমিন, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, জাকির হোসেন, মহিউল ইসলাম বাবু, শফিকুল ইসলাম দেলোয়ার, নাজমুল আহসান, শাহেদ হাসান, আবদুল্লাহীল কাইয়ূমসহ আরও কয়েকজন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী শামছুদ্দোহা সুমন। তবে লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন চাওয়া হয়নি।

আবেদনে বলা হয়, “মঞ্চ ৭১” ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের ষড়যন্ত্রে বক্তব্য দেন এবং অন্যদেরও প্ররোচিত করেন। এতে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে স্লোগান দেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তের স্বার্থে এবং নাম-ঠিকানা যাচাই না হওয়ায় আসামিদের এখনই জামিন দেওয়া অনুচিত বলেও আবেদনে উল্লেখ করা হয়।

ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরে। সেদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে কামাল হোসেনের প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। অনুষ্ঠান শুরু হতেই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু তরুণ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু করে। তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে, কয়েকজন অতিথিকে লাঞ্ছিত করে এবং প্রবেশদ্বার বন্ধ করে উপস্থিতিদের অবরুদ্ধ করে রাখে।

এই অবস্থায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন, মেজবাহ কামাল, মঞ্জুরুল ইসলাম পান্নাসহ কয়েকজনকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। কেউ মিন্টো রোডে, কেউ শাহবাগ থানায়। প্রথমে পুলিশ আটক বা গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হবে।

মামলার বিবরণীতে বলা হয়, “মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার প্রত্যয়ে ‘মঞ্চ ৭১’ গঠিত হয় ৫ আগস্ট। এর অংশ হিসেবে ২৮ আগস্ট গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালেই একদল ব্যক্তি হট্টগোল শুরু করে, স্লোগান দিতে দিতে মিলনায়তনে ঢুকে পড়ে। তারা দরজা বন্ধ করে দেয়, ব্যানার ছিঁড়ে ফেলে এবং কয়েকজন অতিথিকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৬ জনকে আটক করে।”

অনুষ্ঠানে উপস্থিত এক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছিল, তাই গিয়েছিলাম। লতিফ সিদ্দিকী ছিলেন, কামাল হোসেন আসেননি। হঠাৎ ২০-২৫ জন ছেলে হট্টগোল শুরু করে, আমাদের ঘিরে ফেলে।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ স্লোগান দিচ্ছে, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর।” একইসঙ্গে একজন মুক্তিযোদ্ধাকে মারধরের দৃশ্যও ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানস্থলে কেশব রঞ্জন সরকার নামে একজনের মাথা ফেটে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর বাইরে মারধরের শিকার হন জাসদের নেতা আব্দুল্লাহীল কাইয়ূম।

সব মিলিয়ে উত্তপ্ত এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন