
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন পুলিশ সদস্য। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর জেলা ডিবি পুলিশের একটি দল ‘সন্ত্রাসী’ সুমন শেখকে শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে আটক করে। সুমনের সহযোগীরা খবর পেয়ে শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় অন্তত তিন পুলিশ সদস্য আহত আহত হয়।
আটককৃত সুমন বরমী এলাকার মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। সুমনের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।